ঢাকা: ১৭ জানুয়ারি রংপুরের মিঠাপুকুর আর ১৮ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। পর্যায়ক্রমে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন এই জোট।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, “খুব শিগগিরিই সারাদেশে ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে। এই কমিটি সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবে। এ কমিটি গঠনের মধ্যদিয়ে বিএনপি চূড়ান্তভাবে পরাজিত হবে।”
কমিটি গঠনের জন্য স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ধানমন্ডির ঐ কার্যালয়ে বৈঠক করেছে ১৪ দল।
বৈঠকের বিষয়ে নাসিম বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ কমিটি গঠন করা হবে। এ কমিটিতে ১৪ দলের নেতাকর্মীরা থাকবে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়