Monday, January 26

প্রধানমন্ত্রীকে ফেরত: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে !


ঢাকা: পুত্রশোকে কাতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করতে না দেয়ার জন্য দায়ীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য এ ঘটনাকে ইতোমধ্যেই অসৌজন্যমূলক আচরণ হিসাবে অভিহিতও করেছেন। গতকাল রবিবার প্রধানমন্ত্রীকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গেট থেকে ফিরিয়ে দেয়া বিএনপির জন্য ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দলের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিস্থিতি একটু শান্ত হলেই দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ইস্যুতে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে ঢাকাটাইমস টোয়েন্টিফোরের এই প্রতিবেদকের আলাপ হয়েছে।এ সময় তারা প্রধানমন্ত্রীকে এভাবে ফিরিয়ে দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, চলমান সঙ্কটময় পরিস্থিতির অবসান হলে বিষয়টি আলোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের পুত্রবিয়োগের ঘটনায় সান্ত্বনা দিতে তার কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু কার্যালয়ের গেট তালাবদ্ধ থাকায় তিনি ফিরে যান। বিএনপির কোনো নেতা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাও জানাননি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির বেশ কয়েকজন জেষ্ঠ্য বলেছেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা না জানানো ঠিক হয়নি। এটা রীতিমতো অন্যায় হয়েছে। গতকাল রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও। প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়েও গেটের তালা বন্ধ করার ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। সেখানে তাকে অভ্যর্থনা জানানো উচিত ছিল। তাকে স্বাগত না জানানো অন্যায় হয়েছে। তিনি বলেন, এ ঘটনা যাদের জন্য ঘটেছে তারা অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’ এ ঘটনায় কারা জড়িত বলে আপনি মনে করেন-এমন প্রশ্নের জবাবে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘কার্যালয়ের গেটের বিষয়টি কর্মকর্তারা দেখাশোনা করেন।’ কর্মকর্তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন-এমন প্রশ্নের জবাবে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ঐ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। তবে সেটা এখনই নয়। কারণ দেশ এখন একটি সঙ্কটময় পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়