Friday, January 23

উত্তরায় বিয়ারসহ যুবক গ্রেপ্তার


ঢাকা: রাজধানীর উত্তরা থানার আবদুল্লাহপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ারসহ মোক্তার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ উত্তরা বিভাগ। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা অঞ্চলের ট্রাফিক বিভাগের সহকারি কমিশনার মেরিন সুলতানা বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো গ ১১-৬১৯৬ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে ট্রাফিক পুলিশ। আটকের পর প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ট্রাফিকের সার্জেন্ট নাসিমুল হায়দার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়