নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র অকাল মৃত্যুতে কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মীরা আরাফাত রহমানের হঠাৎ এ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না। এদিকে আরাফাত রহমানের মৃত্যুতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল রবিবার বাদ আসর উপজেলার প্রতিটি মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সংগঠনের পক্ষ থেকে। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ ও পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক জানিয়েছেন, আরাফাত রহমানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেকে তার মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েছেন। রবিবার প্রতিটি মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি পরবর্তীতে দলের পক্ষ থেকে শোক সভা সহ অন্যান্য কর্মসূচী গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়