Sunday, January 11

শুনানি শেষ, আদেশ দুপুরে


ঢাকা: আবারও জামিন আবেদন করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে রুবেলর আইনজীবী এই আবেদন করেন। এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, রুবেলের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইমরুল কায়েস। দুপুরে আদেশ দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জামিন আবেদন করেন রুবেল হোসেন। সেদিন প্রায় এক ঘণ্টার শুনানি শেষে রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপের ১১মত আসর। বিশ্বকাপের জন্যে ১৫ সদস্যের চূড়ান্ত দলে রাখা হয়েছিল রুবেল হোসেনকে। গতকাল বিসিবি সভাপতি জানিয়েছে, দুই দিনের মধ্যে রুবেল জামিন পেলে তিনি বিশ্বকাপ দলে থাকতে পারেন। অন্যথায় বিসিবি তার বিকল্প ভাবতে বাধ্য হবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়