ঢাকা: তিন ফরম্যাটেই সাকিব আল হাসান এখন সেরা অলরাউন্ডার। সেই খুশির খবরের রেশ কাটতে না কাটতেই টাইগার ক্রিকেটারদের জন্য আরও এক মর্যাদা বয়ে নিয়ে এলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদ। অষ্টম ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড ২০১৪-এর সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে এসেছে তাদের।
টেস্টের জন্য তাইজুল ও ওয়ানডের জন্য মনোনয়ন পেয়েছেন তাসকিন। তালিকায় আধিক্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। এ বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রকাশ করা হবে চূড়ান্ত সেরা ক্রিকেটারদের নাম।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে সেরা বোলিং পরিসংখ্যান পকেটে পুরেন তাইজুল। আর সে ম্যাচটির জন্যই মূলত এই বা হাতি স্পিনারকে রাখা হয়েছে এই তালিকায়। শুধু তাই নয়। ২২ বছর বয়সী এই স্পিন যাদুকরের এটি ছিল তৃতীয় টেস্ট। বল হাতে তাক লাগানো তাইজুল সেদিন ব্যাট হাতে ১৫ রান করে দলের জয়ে রেখেছিলেন ভূমিকাও।
অন্যদিকে রঙিন পোষাকে নিজের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে নিজের দাপুটে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১৯ বছরের এই পেসার মাত্র ২৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশি প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নেবার অনন্য কীর্তি গড়েন।
এই সংক্ষিপ্ত তালিকায় সব ক্যাটাগরি মিলিয়ে সবচেয়ে বেশি ৮জন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে। যার মধ্যে সেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় আছেন অস্ট্রেলিয়ান শন মার্শ, মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, মিচেল জনসন ও রায়ান হ্যারিস। এছাড়া ভারতের বিপক্ষে টেস্টে ভাল করলেও, ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত তালিকায় এসেছে স্টিভেন স্মিথ।
একই ক্যাটাগরিতে আছেন ভারতের রোহিত শর্মাও। টি-টোয়েন্টিতে আছেন অস্ট্রেলিয়ান জেমস ফকনার ও ম্যাক্সওয়েল। অন্যদিকে, টেস্ট ব্যাটিংয়ে পাকিস্তানের মিসবাহ ও ইউনিস খান আছেন সংক্ষিপ্ত তালিকায়। আর টেস্ট বোলিং-এ ভারতের ইশান্ত শর্মা আছেন এই তালিকায়।
এছাড়া সাবেক সেরাদের তালিকায় নাম এসেছে রাহুল দ্রাবিড়, গ্রায়েম স্মিথ, মার্টিন ক্রো, মাইকেল হোল্ডিং ও ইয়ান চ্যাপেলের।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়