ঢাকা: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব৷ মুসলিম উম্মাহ, মানব জাতি ও বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করা হয় মোনাজাতে৷ নিরাপত্তার কারণে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে৷
ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় শুক্রবার৷ রবিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল প্রথম পর্ব৷ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের দিল্লী মারকাজের প্রধান মাওলানা জুবায়ের আহমেদ৷ মোনাজাতে বিশ্ব মুসলামানও মানব জাতির শান্তি এবং কল্যাণ কামনা করা হয়৷
কয়েক লাখ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন৷ তাই সকাল থেকই ইজতেমা মাঠের আশপাশ এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল বন্ধ৷ মুসুল্লিরা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে গিয়ে আখেরি মোনজাতে অংশ নেন৷ মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা৷ আর জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন৷ তার সঙ্গে ছিলেন দলের নেতারা৷ এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে বসে মোনাজাতে অংশ নেন। মুসল্লিরা মানব জাতির শান্তি এবং কল্যাণ কামনা ছাড়াও দেশের রাজনৈতিক বিভেদ দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন৷
এদিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ জানুয়ারি৷ তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ ১৯৬৬ সাল থেকে টঙ্গির তুরাগ নদীর তীরে প্রতি বছর তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে৷
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়