ঢাকা:রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং সংলগ্ন মাসকট প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার সাড়ে ৬ টার সময় বিআরটিসি ও সুপ্রভাত বাসের মধ্যে ওভারটেকিংয়ের সময় চাপা পড়ে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা। এতে ওই অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মইনুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়