Wednesday, January 14

কানাইঘাটে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য


ফাইল ছবি

মো: মাহতাব আহমদ(সেলিম)
: কানাইঘাট উপজেলার ৭নং বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর মাঠে রাতের বেলা যাত্রা গানের নামে অশ্লীল অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন প্রভাবশালী স্থানীয় এক আ’লীগ নেতার শেল্টারে এলাকার মদ্যপায়ী ও জোয়াড়ীরা গত সোমবার রাতে বড়দেশ উত্তর মাঠে যাত্রা গানের আয়োজনের প্রস্তুতি নিলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যাত্রা গান বন্ধ করার জন্য স্থানীয় লোকজন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকেও অবহিত করেন। এক পর্যায়ে রাত ১০টার দিকে থানা পুলিশ বড়দেশ এলাকায় গিয়ে গান বন্ধ করার অনুরোধ করলেও আয়োজনকারীরা তা মানে নি। রাত ১২টার দিকে বেশ কয়েকজন নর্তকী এনে অশ্লীল গানের তালে শুরু হয় নর্তকীদের অর্ধ উলঙ্গ নৃত্য। সাথে চলে মদ ও গাজার আসর বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ঘটনায় এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়