Monday, January 26

কানাইঘাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট নন্দিরাই শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেল ৩টায় নন্দিরাই পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নন্দিরাই অগ্রযাত্রা ক্রিকেট কাব টসে জিতে নির্ধারিত ১২ ওভারে ১৬১ রানের বিশাল ইনিংস গড়ে তুলে প্রতিপ ডালাইচর এয়ারটেল কিক্রেট কাবকে ৫ ওভারে মাত্র ৬১ রানে অল আউট করে ১০৪ রানের বিশাল ব্যবধানে অগ্রযাত্রা কিক্রেট কাব বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তি সংঘের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কানাইঘাট আবাহনী স্পোর্টিং কাবের সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক ও সোনারতরী ক্রিকেট কাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাত্রনেতা আবুল বাশার আনন্দ স্কুলের উপজেলা সিএমএম শাহীন আহমদ ছাত্রনেতা জাকারিয়া আহমদ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ টিমকে ট্রফি এবং টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ, ম্যান অব দ্যা ম্যাচ এবং প্রতিভাবান খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়