ঢাকা: জাতীয় প্রেসক্লাবে অবরুদ্ধ আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবি পরিষদের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি প্রেসক্লাবের ভিতরে আটকা পড়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রেসক্লাব থেকে বের হলেই তিনি গ্রেফতার হতে পারেন। এ কারণে প্রেসক্লাব থেকে বের হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম এখন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের কক্ষে অবস্থান করছেন। তিনি সেখানে ‘চা’ পান করছেন।
অন্যদিকে প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আছেন এ সংবাদ জেনে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী প্রেসক্লাবের বাইরে অবস্থান নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর আ’লীগের এক নেতা বলেন, আমাদের নেতাকর্মীরা প্রেসক্লাবের বাইরে অবস্থান নিয়েছেন। আর পুলিশতো তাকে জামাই আদর করবে না।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়