ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বতঃস্ফূর্ত অবরোধ কর্মসূচির সাফল্যে ক্ষমতাসীন গোষ্ঠী উপায়ান্তর না দেখে মরণছোবল দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা জনগণের দুর্বার প্রতিরোধে খানখান হয়ে যাবে।
শুক্রবার রাতে রাজধানী উত্তরায় এক বাসা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী কর্তৃক যুবদলের একজন নেতাকে হত্যা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য যে আন্দোলন চলছে তা প্রতিহত করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দেশব্যাপী তা-বলীলা শুরু করেছে।
চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও সাফল্যজনকভাবে পালিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে নির্মমভাবে নিহত যুবদল নেতার রুহের মাগফিরাত কামনা করেন রিজভী। একই সাথে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই শীর্ষ নেতা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়