Wednesday, January 21

হিটলারের সহযোগীর ভূমিকায় আসাদুজ্জামান


ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হিটলারের সহযোগী নাৎসী আইকম্যানের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুনী বলে আখ্যায়িত করে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, আদিম শিকারীরা যেমন শিকারকে বধ করার পর বন্য উল্লাসে মেতে উঠে, তেমনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সেই উল্লাসেরই প্রতিধ্বনি। এ ধরনের মানবতাবিরোধী বক্তব্য কেবলমাত্র বেআইনি অবৈধ সরকারের সদস্যদেরই মানায়। রিজভী বলেন, সারাদেশে মানুষ হত্যা ও গুম করে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে। এই সরকার যে ভয়ঙ্কর গণদুশমন তার আরও একটি প্রমাণ হলো- কথিত বন্দুকযুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হত্যার জন্য পুলিশকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে ইট, বালি ও কাঠের ট্রাকসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি মর্মে প্রধানমন্ত্রী জাতির সামনে যে মিথ্যাচার করেছেন, “সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাঁকে বিচারের মুখোমুখি করা হবে” বলে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাতে জাতির কাছে আরেকটি মিথ্যাচারের অবতারণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির সদর দপ্তর তালাবদ্ধ রেখে প্রতিদিন বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাদা পোষাকধারীরা তথাকথিত বন্দুকযুদ্ধের নামে কোনো না কোনো মায়ের বুক খালি করছে। এই সব মানবতাবিরোধী অপকর্মগুলো কার নির্দেশে তামিল করা হচ্ছে? সেটিও জনগণ জানে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়