Wednesday, January 14

তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বিশাল এলাকাজুড়ে কনকনে ঠাণ্ডা আবহাওয়া ও তুষারপাতে জনজীবনের স্বাভাবিক গতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া সামনের দিনগুলোতে প্রচণ্ড ঠাণ্ডা ঝড়ো বাতাস বয়ে যাওয়ারও ইঙ্গিত করা হয়েছে। তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন তুষারপাতের কারণে স্কটল্যান্ডের বেশ কয়েকটি রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। ওয়েলসের পেমব্রোকশায়ারে টর্নেডো ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ২০০ বিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তুষারপাতে বিপর্যস্ত ব্রিটেন যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিম উপকুলে আগামী কয়েকদিনের মধ্যে ৭৫ মাইল বেগে ঠাণ্ডা ঝড়ো হাওয়া বয়ে যাবে। বরফ, বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যজুড়ে পূর্ব সতর্কতামূলক হলুদ সংকেত জারি করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়