Wednesday, January 21

কানাইঘাট সরকারী ভূমিতে প্রভাবশালীদের পাকা দেয়াল, ঘর নির্মাণ


নিজস্ব প্রতিবেদক: স্থানীয় প্রশাসনের বাধা নিষেধ উপেক্ষা করে কানাইঘাট গাছবাড়ী-চতুল সড়কের পাশে অবস্থিত সরকারী ভূমির প্রায় ১৫ ফুট প্রস্থ করে জায়গা জবর দখল করে দলইকান্দি গ্রামের কয়েকজন প্রভাবশালী কর্তৃক সড়কের চলাচলের রাস্তা প্রতিবদ্ধকতা করে পাকা সীমানা দেওয়াল, বসত ঘর, দোকান-পাট নির্মাণের ঘটনায় এলাকার সর্বস্তরের লোকজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে জবর দখল কারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন না করা সহ সরকারী সম্পত্তি উদ্ধারে প্রশাসনের গড়িমসির কারনে জন সাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জনগুরুত্ব পূর্ণ গাছবাড়ী-চতুল সড়কের পাশে সরকারী ভূমিতে দলইকান্দি গ্রামের প্রভাবশালী মাষ্টার সামছুল হক, ফজলে হক, ছাব্বির আহমদ, জুনেদ আহমদ, নিজাম উদ্দিন ও ফখরুল ইসলাম গংরা প্রায় ৫০০ ফুট দৈর্ঘ বসত বাড়ীর পাকা দেয়াল ও বসত ঘর নির্মাণের কাজ শুরু করলে এলাকাবাসীর পক্ষে সরকারী রাস্তা রক্ষা কল্পে মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে গত ০৩/০৮/২০১৪ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বরাবরে একটি দরখাস্ত দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি জরুরী হিসেবে আমলে নিয়ে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া তদন্ত পূর্বক উপজেলা প্রকৌশলী ও সার্ভেয়ারকে যৌথ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে তারা মাপযোগ করে সরকারী স্থাপনায় পাকা দেয়াল ঘরবাড়ী ও দোকানপাট নির্মাণ বন্ধে জবর দখলকারীদের বাধা নিষেধ দেন। কিন্তু তারপরও উক্ত প্রবাবশালী ব্যক্তিরা কর্তৃক রাস্তার যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা দেয়াল নির্মাণ অব্যাহত রাখলে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারী ভূমিতে সব ধরনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন এবং জবর দখলকারীদের প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে তার কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেন। তা সত্ত্বেও প্রশাসনের এ নির্দেশ অমান্য করে প্রভাবশালীরা পাকা দেয়াল নির্মাণের কাজ বর্তমানে অব্যাহত রাখলে জনসাধারনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশের সরকারী ভূমি জবর দখল করে মাষ্টার সামছুল হক ও ফজলে হক গংরা কয়েকজন নির্মাণ শ্রমিকদের দিয়ে পাকা দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতি মধ্যে জবর দখলকারীরা সরকারী ভূমি দখল করে পাকা বসত ঘর ও দোকান কোটাও নির্মাণ করেছে। সেখানে অপেমান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পেশার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারী রাস্তার যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে পাকা দেয়াল নির্মাণের ঘটনায় তীব্র সমালোচনা করে বলেন, জবর দখলকারীরা এতই শক্তিশালী যে প্রশাসন তাদের কিছুই করতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে আরো অনেকে এদের দেখাদেখি দেখে সরকারী ভূমিতে অদূর ভবিষ্যতে আরো অনেকে এ ধরনের কাজ করবে। সরেজমিন কালে সরকারী ভূমি জবর দখলকারী মাষ্টার সামছুল হক ও ফজলে হক গংদের সাথে কথা হলে তারা বলেন, এলাকার কিছু লোক আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইউএনও মহোদয় আমাদের কাজ করতে বলেছেন তাই করছি। সরকারী ভূমিতে যদি দেয়াল ও পাকা ঘর করে থাকি প্রশাসন যে সময় চাইবে তা ছেড়ে দেব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, সরেজমিনে আমি ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার পাশে পাকা দেয়াল নির্মাণ না করার জন্য বারন করেছি। যারা এসব করছে তাদেরকে অফিসে আসার জন্য বলার পরও তারা আসেনি। সরকারী সম্পত্তি উদ্ধার করার জন্য সব ধরনের প্রদপে নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়