কানাইঘাট নিউজ ডেস্ক:
গ্রিসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে দেশটির কঠোর ব্যয় সংকোচন নীতি বিরোধী বামপন্থী দল সিরিজা। এখন পর্যন্ত মোট ৭৫ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলে দেখা গেছে, মোট ১৪৯টি আসনে জয় পেয়েছে সিরিজা পার্টি।
ঋণ এবং অর্থসংকট থেকে মুক্তি পেতে গত কয়েক বছর ধরে গ্রিসে যে মিতব্যয়িতা বা ব্যয় সংকোচন নীতি চলছে তার ঘোর বিরোধী সিরিজা পার্টি।
ব্যাপক সমর্থন পেলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিরিজা পার্টি একাই সরকার গঠন করতে পারবে কি-না তা এখনো স্পষ্ট নয়। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন প্রয়োজন তা থেকে এখনো সিরিজা-র দুটো আসন কম রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোট গণনা শেষ হলে এই সংখ্যা হয়তো পাল্টে যাবে।
ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছে দেশটির বিদায় প্রধানমন্ত্রী এন্টোনিস সামারাস এবং সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস সিপরাসকে ফোন করে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
নির্বাচনে জয়লাভের পর অ্যালেক্সিস সিপরাস প্রতিশ্রুতি দিয়ে বলেন, আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসবেন তিনি। বিদায়ী সরকার যে কঠোর সংকোচন নীতি নিয়েছিল এবারে তার অবসান ঘটতে যাচ্ছে।
গ্রিসের নির্বাচনে সিরিজা পার্টির জয়লাভ
তিনি আরও বলেন, ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতে নতুন সরকার তার আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে সহযোগিতা করতে ও আলোচনায় বসতে প্রস্তুত।
নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশের পর সিরিজা পার্টিকে সতর্ক করে দিয়েছেন জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেনস ভেইডমান। ঋণের কবল থেকে বের হয়ে আসার জন্যে গত সরকারের আমলে যে সকল অর্জন হয়েছে সেগুলোকে এই সরকার হুমকির মুখে ফেলবে না বলেও আশা প্রকাশ করেছেন ভেইডমান।
ব্যয় সংকোচন নীতি বিরোধী স্পেনের বামপন্থী দল পোডেমস-এর নেতা বলেন, স্পেনেও পরিবর্তন আসন্ন। এ বছরেই স্পেনেও সাধারণ নির্বাচনের কথা রয়েছে।
সাম্প্রতিক মন্দায় স্পেন ভীষণ চাপে পড়ে এবং ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়