Monday, January 19

এখনো আত্মগোপনে বিএনপির শীর্ষ নেতারা


ঢাকা: অবরোধে গ্রেপ্তার এড়াতে এখনো আত্মগোপনে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অধিকাংশ নেতাই ফোন বন্ধ রেখেছেন। আর যারা খোলা রেখেছেন কল করার পর রিং হলেও তারা ফোন ধরেন না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর দলটির প্রায় সব নেতার মধ্যে এখনও গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে বলে দলটির হাই কমান্ড সূত্রে জানা গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিনে তার মাজারে দলটির কোনো শীর্ষস্থানীয় নেতা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে যাননি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগম খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষিতে আমরা প্রতি বছরের মতো এবারও জিয়াউর রহমানের মাজারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারিনি। তবে এই দিন আমরা মন থেকে জিয়াউর রহমানের জন্য দোয়া করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসের ফোন খোলা পাওয়া গেলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমানের ফোনও বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি নেতাদের ফোন বন্ধ পাচ্ছি। কারো সাথে যোগাযোগ করতে পারছি না। তবে তারা আত্মগোপনে নেই। সেলিমা রহমান বলেন, সরকারের আদেশ পালন করতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিএনপির নেতা-কর্মীদের বাসার ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তাতে ফোন বন্ধ থাকতেই পারে। তবে সেটা খুব সীমিত সময়ের জন্য। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রাজপথের আন্দোলনে আছেন কি না?- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে। তবে সেটা সরকার সময় হলেই বুঝবে। ---ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়