কানাইঘাট নিউজ ডেস্ক:
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ অঙ্গীকার করে বলেছেন, সব ধর্মের সুরক্ষায় কাজ করবে তার দেশ। এসময় তিনি উল্লেখ করেন যে, মুসলিমরাই ধর্মান্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের এক বক্তৃতায় তিনি বলেন, ইসলাম গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। গত রবিবার প্যারিসে অনুষ্ঠিত সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে একাত্মতা প্রকাশের জন্য আরবদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তিনি।
গত সপ্তাহের বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ব্যাঙ্গ-রসাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়, একটি ইহুদি সুপার মার্কেট ও এক নারী পুলিশের উপর সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।
বৃহস্পতিবার সকালে মি. ওঁলাদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ফরাসি নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। ফরাসি মুসলিমদেরও অন্য সব ফরাসিদের মতোই সমান অধিকার রয়েছে। মুসলিমদের অধিকার রক্ষার বাধ্যবাধকতাও রয়েছে আমাদের।
গির্জা, মসজিদ এবং সিনাগগের মতো ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা সংক্রান্ত আইন-কানুন দৃঢ়তার সঙ্গে বলবৎযোগ্য করতে হবে।
মুসলিম ও ইহুদীবিরোধী কর্মকাণ্ডের প্রতি নিন্দা জ্ঞাপন এবং এসব কর্মকাণ্ডের জন্য শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়