Tuesday, January 6

গাড়ী ভাংচুরের ঘটনায় কানাইঘাটে ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা


নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারিকে কেন্দ্র করে গত সোমবার কানাইঘাট গাছবাড়ী বাজারে ছাত্রদলের নেতা কর্মীরা লাঠি মিছিল বের করে গাড়ী ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত জোটের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার উপজেলার তিনছটি গ্রামের ইজ্জাদ উল্লার পুত্র মিনহাজ উদ্দীন তার অটোরিক্সা (সিএনজি) গাড়ী ভাংচুরের ঘটনায় বাদী হয়ে কানাইঘাট থানায় ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে দ্রুত বিচার আইনের ৪ (১) ধারায় উক্ত মামলা দায়ের করেন। থানার মামলা নং (৩) ৫/২০১৫। প্রসঙ্গত যে, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে শান্তি-শৃংখলা রক্ষার্থে উপজেলা প্রশাসন কানাইঘাট পৌরশহর, সড়কের বাজার ও গাছবাড়ী বাজারে ১৪৪ ধারা গত সোমবার জারি করেন। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে গাছবাড়ী বাজারে লাঠি মিছিল বের করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হলে মিছিল কারীরা ২টি অটোরিক্সা সহ একটি ট্রাক ভাংচুর করে। পুলিশ ২টি টিয়ারশেল ও ১১ রাউন্ট রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে দেশ ব্যাপী বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচীর সমর্থনে কানাইঘাটে কোথাও আইন শৃংখলা বাহিনীর কঠোর তৎপরতায় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা কোথাও দাঁড়াতে পারেনি। তবে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফরীদ আহমদ এবং জামায়াতের আমির মাও:আব্দুল করীম জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশী করছে। এ পর্যন্ত অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাট/বাজার সহ কোথাও জোটের নেতাকর্মীরা পুলিশের বাঁধার কারণে বের হতে পারছেন না। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের নানা ভাবে শ্বাসাচ্ছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধূরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন, উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। গাছবাড়ী বাজারের ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়