ঢাকা : সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, এর পেছনে অন্য কোনো ‘চাল’ আছে কিনা সরকার তা খতিয়ে দেখছে।
বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে পাটমন্ত্রী নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, ‘রাজনীতি নিয়ে আলোচনা না হলেও, আলোচনায় রাষ্ট্রদূত রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি উল্লেখ করেন।’
রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, তবে তিনি বলেছেন, এগুলো কাম্য নয়।’ আমাদের পক্ষ থেকে বলেছি, ‘এটা আসলে দুঃখজনক। এর পেছনে অন্য কোনো ‘চাল’ আছে কিনা সরকার তা খতিয়ে দেখছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলিবিদ্ধ হন। গুলশানের ওয়েস্টিন হোটেলের পাশে ৪৬ নম্বর সড়কে এ ঘটনায় দুর্বৃত্তরা তার গাড়িটিও জ্বালিয়ে দেয়।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী আরো বলেন, ‘আমরা আমাদের পোশাকের মূল্য বৃদ্ধি করতে বলেছি। আমরা শ্রমিককে বেশি মূল্য দিতে চাই। রাষ্ট্রদূত বলেছেন দাম বাড়ানোর বিষয়ে তারা চেষ্টা করবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের পোশাক রফতানি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাওয়া হয়েছে। টেক্সটাইল শিক্ষায় তারা সহযোগীতা দেবে বলেও জানিয়েছেন।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়