Sunday, January 11

নারীদের জীবনে একবার হলেও একাকী ভ্রমণ করা উচিৎ

কানাইঘাট নিউজ ডেস্ক:
বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যায়। এ সময় আমরা পরিবার বা অন্যান্য বন্ধু-বান্ধবদের সঙ্গে নিই। কারণ ভ্রমণ মানেই মজা করতে যাওয়া। একাকী গেলে ভ্রমণে যাওয়া আর না যাওয়া সমান কথা। কিন্তু ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি কারণে জীবনে একবার হলেও নারীদের একাকী কোথাও ভ্রমণে যাওয়া উচিৎ। আসুন, কারণগুলি জেনে নিই।

১.আত্মবিশ্বাস বাড়ায়: আপনি যদি একাকী নতুন কোনও স্থানে ভ্রমণ করতে যান তাহলে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এটি বাস্তব জীবনে চলার পথে বিভিন্ন সময় কাজে লাগবে। এজন্যে জীবনে অন্তত একবার হলেও একাকী কোথাও ভ্রমণ করতে যান।

২.কাউকে কোনও উত্তর দিতে হবে না: ধরুন আপনি কোনও এক সময় আপনার বন্ধুমহলের সাথে সমুদ্র সৈকতে সূর্য ওঠা বা অস্ত যাওয়া দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে আপনি ঠিক সময়ে ঘুম থেকে উঠলেও আপনার বন্ধুরা ওঠেনি। এ কারণে আপনি সেটি মিস করেছেন। পরে সেটি আর দেখা হয়নি। এবার আপনি নিজে একাই ভ্রমণ করুন। আপনার ইচ্ছামত ঘুরুন। যেখানে ইচ্ছা সেখানে যান। কাউকে বলতে হবে না আপনি কখন কোথায় যাবেন, কী করবেন ইত্যাদি।

৩.খাপ খাইয়ে নিতে ঝামেলা হবে না: আপনি একসাথে ভ্রমণে গেলে সেখানে আপনার ভ্রমণ সঙ্গীর সাথে আপনার ঘুমাতে সমস্যা হতে পারে। তার সাথে চলতে সমস্যা হতে পারে। এ বিষয়টি বিবেচনা করলে একাকী গেলে আরও বেশি মজা পাবেন।

৪.পছন্দের জায়গায় যেতে পারা: এমন হতে পারে আপনি আপনার পরিবারের সাথে ভ্রমণে গিয়েছেন কিন্তু সে স্থানটি আপনার মনের মত হয়নি। এমনকি পুরো ভ্রমণটাই আপনার ভালো লাগেনি। এ কারণে আপনি একাকী ভ্রমণ করতে পারেন।

৫.প্রশংসা কুড়াতে: আপনি যখন অনেক মানুষের সাথে ভ্রমণে যাবেন তখন তার ভিড়ে আপনি ওই এলাকার কারও সাথে ভালভাবে কথা বলতে পারবেন না। এমনকি যদি আপনাদের কেউ কোনও সহযোগিতা করে আপনি ধন্যবাদ দেয়ার সুযোগ পাবেন না। এমনকি আপনি যদি কারও আকর্ষণীয় কোনও কাজ করেন তাহলে বাইরের কেউও আপনাকে ধন্যবাদ জানাবে না।

৬.সমালোচকদের বিস্মিত করার সুযোগ: যারা আপনাকে নিয়ে সমালোচনা করে ও নারী। ওর দ্বারা কিছুই সম্ভব না। ও একাকী কোথাও বেরোতে পারবে না। কিন্তু আপনি যখন একাকী কোথাও ভ্রমণে যাবেন তখন এসব সমালোচকরা বিস্মিত হবে।

৭.অধিক সর্তক হতে: আপনি যখন একাকী ভ্রমণ করবেন অবশ্যই আপনি আপনার নিজের সম্পর্কে বেশি সচেতন থাকবেন। এই সতর্কতা আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়