ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপিকে সংলাপের জন্য আহবান করা হয়েছিল। কিন্তু বিএনপি নেত্রী সাড়া দেন নাই। বর্তমান সংসদকে সমগ্র বিশ্ব বৈধ বলে মেনে নিয়েছে। তাই পাঁচ বছরের আগে কোনো সংলাপ নয়। বিএনপিকে ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসির ৯৯তম সংলাপে প্যানেল আলোচক হিসেবে তিনি এই মন্তব্য করেন।
খালেদার অবরুদ্ধ থাকার বিষয়ে মতিয়া বলেন, তিনি অবরুদ্ধ নয়। কয়েকবার তার কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সভ্যতাকে রক্ষার জন্য অসভ্যদের নিবৃত্ত করা হবে।
বিএনপির সহিংস আন্দোলনের সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সভ্যতাকে রক্ষার জন্য অসভ্যদের নিবৃত্ত করা হবে।
প্যানেলের অপর আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান সঙ্কট সমাধানে বিএনপি চাঁদে যেতেও রাজি আছে উল্লেখ করে বলেন, চলমান সঙ্কট সমাধানের জন্য বিএনপি হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সঙ্কট নিরসনে কোনো উদ্যোগতো নেওয়াই হয়নি। বরং সঙ্কট আরো বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে।
অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন বলেন, সঙ্কট নিরসনে কোনো লক্ষণ দেখছি না। গত ৫ জানুয়ারির নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বললেও এখন মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কথা উড়িয়ে দিচ্ছে সরকার। সরকারের পক্ষ থেকেই সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হুসেইন বলেন, কাউকে অফিস বন্দি বা গৃহবন্দি করে রাখা গণতন্ত্রের নিয়ম হতে পারে না। খালেদাকে অবরুদ্ধ করে রাখার মাধ্যমে যেন গণতন্ত্রকেই ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি কি কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই আন্দোলন করছে এমন প্রশ্নের জবাবে জেনারেল মাহবুব বলেন, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার আদায়ের জন্যই ২০ দল আন্দোলন করছে।
এ বিষয়ে নাসিম আখতার হুসেইন বলেন, বিএনপি জনগণের দাবি নিয়ে আন্দোলন করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে পারতো। সুন্দরবন রক্ষায় জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করতে পারতো বলে উল্লেখ করেন তিনি। গণমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ডিজিটাল পদ্ধতিতে এখন সবকিছুই নিয়ন্ত্রণ করা যায়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়