ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ঝুটপট্টিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর মো. এনায়েত হোসেন জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে তারা ঝুটপট্টিতে আগুনের খবর পান।
তিনি বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর ১২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ঝুটের প্রায় দুইশ দোকান ও গুদামের আনুমানিক অর্ধেকই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
পুলিশের পল্লবী বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হতাহতের কোনো খবরও তারা পাননি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়