ঢাকা: রাজধানীর ধানমন্ডি থানার ল্যাব এইড হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ৮টার দিকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানার ল্যাব এইড হাসপাতালের সামনে পর পর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় কয়েকজন দুর্বৃত্ত। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ল্যাব এইড হাসপাতালের কাছের একটি মার্কেটের ভিতর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে এখনো থানায় আনা হয়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়