Friday, January 16

৪১ কোটি রুপির ফ্ল্যাটে বচ্চন!


কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডের বায়ারদের তালিকায় এবার যুক্ত হলেন ছোটা বি-ও। মুম্বইয়ের ওরলিতে ৪১ কোটি ১৪ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং দিলেন অভিষেক বচ্চন। এমনিতেই রিয়েল এস্টেটে মোটা অঙ্কের বিনিয়োগ এখন বলিউডের রিসেন্ট ট্রেন্ড। শাহিদ কাপুর, হৃত্বিক রোশন, করিনা কাপুর অনেকেই নাম লিখিয়েছেন সেই তালিকায়। তারই নবতম সংযোজন জুনিয়র বচ্চন। ৩,৮৭৫ স্কোয়ার ফিটের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ওরলির অ্যানি বেসান্ত রোডে স্কাইলার্ক টাওয়ারের ৩৮ তলায়। স্কোয়ার ফিট পিছু দাম পড়েছে ১ লক্ষ ৬ হাজার টাকা। পাঁচ বেডরুমের ওই ফ্ল্যাটে একটি ফ্যামিলি রুম, ডাইনিং, লিভিং রুম, ওয়েট কিচেন, ড্রাই কিচেন ছাড়াও রয়েছে চারপাশে ২০ ফিট করে ওপেন টেরেস। স্কাইলার্কে ৬৭ তলার দুই টাওয়ার রয়েছে। অভিষেকের শুধু স্ট্যাম্প ডিউটি বাবদ পড়েছে ২.০৫ কোটি টাকা। এছাড়াও রয়েছে ২৫ লক্ষ টাকার ক্লাব হাউস সদস্যপদ এবং অ্যাপার্টমেন্টের দেখোশোনা বাবদ আরও ৩৫ লক্ষ টাকা। এর আগে গত বছর বাবা রাকেশ রোশনের সঙ্গে আন্ধেরি লিঙ্ক রোডে ৭০ কোটি টাকায় ৩ হাজার স্কোয়ার ফিটের একটি জমি কেনেন হৃত্বিক। জুহু তারা রোডে ৩০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছেন শাহিদ কাপুর। সইফিনার সম্পত্তির তালিকায় আছে খারে ২৪ কোটি টাকা মূল্যের একটি পেন্ট হাউস। পালি হিলে ১৫ কোটির অ্যাপার্টমেন্ট কিনেছেন ইমরান হাশমিও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়