ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রিপন (২৬) নামের এক ব্যক্তির লাশ রেখে পালিয়ে গেছে যুবক। রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রবিবার সকাল সাড়ে নয়টার সময় রিপনকে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনে একজন যুবক। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে ওই যুবক পালিয়ে যায়। রিপনের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে মিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি একটি বাসের হেলপার ছিলেন।
জানতে চাইলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লোকমান বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়