ঢাকা: খালেদা জিয়া অবরুদ্ধ নন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে নির্লজ্জ মিথ্যাচার ও সত্যের লেশমাত্র নেই।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে দেওয়া এক টেলিফোন বার্তায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী আজ যা বলেছেন, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সারাদেশের মানুষ জানে কিভাবে বেগম খালেদা জিয়াকে পুলিশ ঘেরাও করে, গেইটে তালা লাগিয়ে এবং বালির ট্রাক রাস্তায় রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি বলেন, নির্লজ্জ মিথ্যাচার করে প্রধানমন্ত্রী জনগনের সঙ্গে প্রতারণা করছে। অবস্থাটা এমন যে, প্রধানমন্ত্রী দেশের জনগনকে বেকুব মনে করছে। তারা কিছুই বুঝে না। আমরা প্রধানমন্ত্রীর এহেন মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
বেগম খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী, জঙ্গির নেত্রী- প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রতিক্রিয়ার রিজভী বলেন, সন্ত্রাস, গুম, খুন, হত্যা করে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। কারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে, কারা সন্ত্রাসের হোতা, তা দেশের জনগনের কাছে পরিষ্কার।
তিনি বলেন, অবৈধ সরকারের সঙ্গে জনগনের কোনো সম্পর্ক নেই। তারা জনগনকে অবজ্ঞা করে তাদের সম্মতি ছাড়াই জোর করে ক্ষমতায় দখল করে আছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, এভাবে সরকার দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারবে না। এর পরিণতি হবে ভয়াবহ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়