কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের বাসিন্দাদের জন্য সম্প্রতি যে হাজার হাজার শৌচাগার তৈরি করা হয়েছে, সেগুলো বাসিন্দারা সত্যিই ব্যবহার করছেন কিনা, তা পরীক্ষা করে দেখতে একটি প্রকল্প নিয়েছে সেদেশের সরকার।
গত বছরের অক্টোবরে নরেন্দ্র মোদির সরকার একটি কর্মসূচির আওতায় বাড়িতে বাড়িতে প্রায় পাঁচ লাখ শৌচাগার তৈরি করে দেয়।
ব্যবহারে অভ্যস্ত করে তোলার জন্য সরকারিভাবে এসব শৌচাগার তৈরি করা হয়।
কিন্তু বলা হচ্ছে, এসব বাড়ির বাসিন্দারা, শৌচাগার থাকার পরও, প্রাকৃতিক কাজে বাড়ির বাইরে যেতেই পছন্দ করেন।
নতুন এই প্রকল্পের আওতায় পরিদর্শকরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন, বাসিন্দারা সত্যিই সেসব শৌচাগার ব্যবহার করছেন কিনা।
এসব তথ্য মোবাইল ফোন আর ট্যাবের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
অনেক বাসিন্দা বিশ্বাস করেন, প্রাকৃতিক কাজগুলো বাড়ি থেকে অনেক দূরে করা উচিত।
তবে খোলা জায়গায় শৌচকর্ম করার কারণে দেশটিতে স্বাস্থ্যগত অনেক সমস্যা তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
২০১৯ সালের মধ্যে খোলা জায়গায় শৌচকর্ম পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতে গতবছর দায়িত্ব নেয়া নরেন্দ্র মোদীর সরকার।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়