নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার সরুফৌদ গ্রামের মোবারক আলীর পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত সহ ৩টি মামলার পলাতক আসামী মাওঃ আলিম উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় কানাইঘাট থানা পুলিশ মাওঃ আলিম উদ্দিনকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলিম উদ্দিন একটি চেক ডিজঅনার মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে কানাইঘাট থানায় দায়েরকৃত আরো ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন। প্রসঙ্গত যে, গত উপজেলা পরিষদের নির্বাচনে মাওঃ আলিম উদ্দিন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়