ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলা এবং দেশজুড়ে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
বুধবার এক বিবৃতির মাধ্যমে এ কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন, এবং যুক্তরাজ্য।
এর আগে একই কারণ দেখিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস। বুধবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ডেপুটি পেস চিফ অভিক রহমানের পাঠানো এক ইমেইল বার্তায় এই নিন্দা জানানো হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার সমালোচনা এবং গভীর ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারের প্রতি এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়