Wednesday, January 14

গঙ্গায় শতাধিক মরদেহ, তদন্তের নির্দেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের লখনউয়ের গঙ্গায় ভাসছে শতাধিক মৃতদেহ। যার বেশিরভাগই গলে পচে গিয়েছে। কানপুর ও উন্নাওয়ের মাঝে পরিয়ার ঘাটে হঠাৎই ভাসতে দেখা যায় দেহগুলো। কুকুর ও শকুন মৃতদেহগুলো খেতেও শুরু করেছে। সেগুলি উদ্ধারে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির জলস্তর হঠাৎ নেমে যাওয়ায় ভেসে উঠেছে দেহগুলো। সম্ভবত পরিয়ার ঘাটে মৃতদেহ সৎকার বেড়ে যাওয়ায় একসঙ্গে ভেসে উঠেছে এতো দেহ। দেহগুলির শেষকৃত্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গঙ্গা সাফাই অভিযানের কথা বলছেন, তখন এই ঘটনা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। উন্নাওয়ের বাসিন্দাদের মত, এই ঘটনায় লজ্জাজনক। এতে পরিবেশ দূষিত হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়