ঢাকা: ৫ জানুয়ারি বিএনপির ঢাকায় কালো পতাকা মিছিল ও সমাবেশকে ঘিরে নাকশকতার আশঙ্কায় সারা দেশে ২০দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে পুলিশ। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর-
গুলশান: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে রবিবার দুপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৫ জন আইনজীবীসহ বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
আটককৃত নারী আইনজীবীরা হচ্ছেন- অ্যাডভোকেট আরিফা, জেসমিন আক্তার, নাসরিন, এলিজা আক্তার ও লাইলি।
গাজীপুর: ৫ জানুয়ারি সামনে রেখে আইনশৃঙ্খলা অবণতির আশঙ্কায় ২০ দলীয় জোটের ১০জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টায় গাজীপুর সদর ও টঙ্গী থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিএনপি ও জামায়াতের মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। তারা ৫ জানুয়ারি দেশের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পনা করছিলেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ তল্লাশি অভিযান চালানো হয়।
এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রুশো, শাহেদ আহমেদ, যুবদল নেতা জুলহাসসহ অনেকের বাড়িতেই পুলিশ তল্লাশি অভিযান চলায়।
জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকুসহ আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) নাসিরউদ্দিন জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা এলাকা থেকে নাশকতার আশঙ্কায় ১৯ জনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জ: নাশকতামমূলক কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় মানিকগঞ্জের পাঁচ উপজেলা থেকে বিএনপির ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে আলাদা অভিযানের মাধ্যমে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার চারজন, সিংগাইরে চারজন, ঘিওরে দু’জন, হরিরামপুরে দু’জন ও শিবালয়ের একজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট: সিলেট নগরীতে অভিযানে বিএনপি-ছাত্রদলের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযানে মহানগরীর ছয়টি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পারেননি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, আটককৃতরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামিও রয়েছেন।
যশোর: যশোরে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাতব্যাপী জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৫ জন ও জামায়াতের ৩ নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
চাঁদপুর: চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীররাত থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, বিএনপির ৭ জন ও জামায়াতের ৮ জন রয়েছে। তাদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারীর (৪৯) নাম জানা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী: ৫ জানুয়ারি নাশকতার আশঙ্কায় রাজশাহী মহানগরীতে রাতভর অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরীর বিভিন্ন জায়গায় রাতভর পুলিশ অভিযান মহানগরীর ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ নোমানসহ ১৫ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়