Wednesday, January 21

সোহা-কুনালের বিয়ে রবিবার


কানাইঘাট নিউজ ডেস্ক: গত বছরের জুলাইয়ে হয়েছে বাগদান। এবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পালা। শুভদিন হিসেবে সোহা আলী খান ও কুনাল খেমু বেছে নিয়েছেন ২৫ জানুয়ারি দিনটিকে। বড় ভাই সাইফ আলী খানের মতো কোর্টে গিয়েই বিয়ে করবেন সোহা। মুম্বাইয়ে ২৫ জানুয়ারি বিশেষ বিয়ে আইনে কুনালের সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন তিনি। ঢাক-ঢোল পেটানো বড় আয়োজন নয়, এদিন ঘরোয়াভাবে কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে পর্ব সম্পন্ন হবে তাদের। এতে যোগ দিতে অতিঘনিষ্ঠ কিছু বন্ধুকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তবে এ তালিকায় নেই সিনেমা জগতের কোনও তারকা। কুনাল খেমু ও সোহা আলী খানের প্রেম-ভালবাসার বৃত্তান্ত আর গোপন নয়। তারা নিজেও গোপনীয়তার কলাকৌশল নিয়ে মাথা ঘামাননি কখনো। কিন্তু বিয়ের অনুষ্ঠান কেন আড়াল করার চেষ্টা। কুনাল বা সোহা এবং তাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো। গত বছরের জুলাইয়ে প্যারিসে সোহা-কুনালের বাগদান হয়। তাদের সম্পর্কে সম্মতি রয়েছে দু'জনের পরিবারের সদস্যদের। এদিকে বিয়েতে মেয়েকে উপহার দেয়ার জন্য মুম্বাইয়ে ৯ কোটি রুপির একটি ফ্ল্যাট কিনেছেন সোহার মা শর্মিলা ঠাকুর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়