ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ’র আলাপের খবর শতভাগ সঠিক বলে দাবি করেছেন চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান।তবে খালেদা জিয়াকে বিজেপির যে নেতা ফোন করেছেন সেই অমিত শাহ গতকাল দিল্লিতে সাংবাদিকদের বলেছেন,না তাকে আমি ফোন করিনি।ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ দিল্লিতে সাংবাদিকদের জানান, দিস ইজ এ্যা ফেক নিউজ। খালেদা জিয়াকে ফোন করা হয়নি।এ ছাড়া বিজেপির কোনো নেতার সাথে বিএনপির কোনো নেতার টেলিফোনে কথা হয়নি বলে নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা।তিনি বলেন, আমি বা আমরা অন্য দেশের বিষয়ে ইন্টারেস্টেড নই। মাথাও ঘামাই না। আর কেনই বা কথা হবে।
বেশ কয়েকদিন ধরে অমিত শাহের ফোন করা না করা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ বাহাস হচ্ছে। বিএনপি নেতারা জোর গলায় দাবি করছেন, বেগম খালেদা জিয়াকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ ফোন করে তার অসুস্থতার খবর নিয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগ দাবি করছে, বিএনপির কথা মিথ্যা। বিজেপির সঙ্গে খালেদার কোনো কথা হয়নি।
আজ দেশের কয়েকটি টিভি চ্যানেলে অমিত শাহ’র বরাত দিয়ে দাবি করা হয়েছে, তার সঙ্গে খালেদার কোনো কথা হয়নি।
এর কয়েক ঘণ্টা বাদে মারুফ কামাল খান দাবি করেন, ‘আমার উপস্থিতিতেই ম্যাডামের সঙ্গে অমিত শাহের কথা হয়েছে।’
এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরেও বলা হয়, ওই দিন অমিত দিল্লিতেই ছিলেন না। তাছাড়া দিল্লির কার্যালয় থেকে বুধবার ফোন অমিত করেননি, বরং বিএনপির পক্ষ থেকে দুই বার বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়