Wednesday, January 14

বিশ্বকাপে নজরদারিতে ৬ বোলার


ঢাকা: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ৫ দেশের ৬ জন বোলার থাকবেন আইসিসির নজরদারিতে। টাইগার বোলার আল-আমিনও আছেন এই তালিকায়। সেই সঙ্গে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বোলাররা থাকবেন এই নজরদারিতে। কেননা সদ্যই বোলিং বৈধতার পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজের খেলায় ফিরেছেন তাঁরা। । এদিকে ক্যারিবিয়ান বোলার সুনিল নারাইন, লঙ্কান বোলার সেনানায়েক, কিউই বোলার কেন উইলিয়ামসন ও জিম্বাবুয়ের স্পিনার উৎসিয়া বোলিং বৈধতা প্রমাণ করে মাঠে ফিরলেও ব্যবহার করতে পারবেন না থলের সব বৈচিত্র্যময় অস্ত্র। কেননা বৈধতা পায়নি তাদের রহস্যময় কিছু ডেলিভারি। এমন পরিস্থিতিতে কতটুকু সফল হতে পারবেন দলের প্রধান বোলাররা-সে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্ট দেশগুলো। সবচেয়ে বিপাকে রয়েছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। প্রধান বোলার আজমলের অনুপস্থিতে স্পিন বিভাগের দায়িত্ব নিতে পারছেন না নিষিদ্ধ স্পিনার মোহাম্মদ হাফিজও। যদিও দ্রুতই বৈধতা যাচাইয়ের লড়াইয়ে নামবেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে হয়ত হাফিজের আগেই বৈধতা পেয়ে যেতে পারেন সাঈদ আজমল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়