বিনোদন ডেস্ক : অদ্ভূত পোশাকে সাজপোশাক ও স্টেজে নগ্ন হয়ে বিভিন্ন সময়েই খবরের শিরোনাম হয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা লেডি গাগা। সম্প্রতি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে নিজের নগ্ন ছবি প্রকাশ করে আবারও খবরের শিরোনাম হয়েছেন গাগা।
ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে গাগার একেবারে নীচের অন্তর্বাসটা তার শরীরে রয়েছে, তার ওপরের অংশ অনেকটাই অনাবৃত।
বিদঘুটে সাজসজ্জার জন্য প্রচারের আলোয় থাকা ২৮ বছর বয়সি এই গায়িকাকে ছবিটিতে দেখা গেছে, মাথায় চুলবিহীন ও চোখ বন্ধ অবস্থায় শরীর ওপরের অংশ ঢাকার চেষ্টা করছেন পরচুলা জাতীয় কিছু দিয়ে। ইন্সটাগ্রামে পোস্ট করা এই ছবির নীচে গাগা লিখেছেন, ‘তোমাদের হৃদয় অহমিকায় ভরা, আমারটা পাগলামোয়!’
45
এ ছাড়া সম্প্রতি গাগার নাম অন্য একটি কারণেও আলোচনায় রয়েছে। পপ-সম্রাজ্ঞী ম্যাডোনার ‘টু স্টেপস বিহাইন্ড’ গানটিকে গাগা তার গান বলে দাবী করেছেন। তবে ম্যাডোনার ম্যানেজার বিষয়টি অস্বীকার করেছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়