ঢাকা: বাংলাদেশের সমুদ্রসীমানা নির্ধারণের পর এই প্রথমবারের মতো আজ সোমবার (১২ জানুয়ারি, ২০১৫) বাংলাদেশের পুরো সমুদ্র সীমানাজুড়ে শুরু হয়েছে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৫’। এই মহড়ায় চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলের বিভিন্ন জাহাজ, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে।
দীর্ঘ ১৬ দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় নৌবাহিনীর ঘাঁটিসমূহ ছাড়াও সকল সচল যুদ্ধজাহাজ ও সাহায্যকারী জাহাজ অংশগ্রহণ করছে। এছাড়াও সম্মিলিত অভিযান পরিচালনার মহড়ায় সেনাবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, মেরিটাইম সংস্থা এবং বিভাগসমূহ অংশগ্রহণ করছে।
আদালতের রায়ে নতুনভাবে নির্ধারিত বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমায় সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, সমুদ্র এলাকায় নজরদারী বজায় রাখা, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ শান্তিকালীন সময়ের বিভিন্ন মহড়া অনুশীলনই এই মহড়ার অন্যতম লক্ষ্য।
এই সমুদ্র মহড়া নৌসদরের মেরিটাইম হেডকোয়ার্টার এর তত্ত্বাবধানে চট্টগ্রাম আঞ্চলিক মেরিটাইম হেডকোয়ার্টার ও খুলনা আঞ্চলিক মেরিটাইম হেডকোয়ার্টার দ্বারা পরিচালিত হচ্ছে। আগামী ২৭ জানুয়ারি ২০১৫ তারিখে বঙ্গোপসাগরে বিভিন্ন ফায়ারিং ও ফ্লিট রিভিউ এর মধ্য দিয়ে এই মহড়া শেষ হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়