Saturday, January 24

আন্দোলন স্থগিত করবে না বিএনপি


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর কারণেও চলমান আন্দোলন স্থগিত করবে না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সূত্র জানায়, আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে চলমান গণতান্ত্রিক আন্দোলন প্রত্যাহার বা স্থগিত হবে না। আন্দোলন চলবে এবং চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দলন থেকে পিছ পা হওয়ার কোন সম্ভাবনাও নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে চলমান আন্দোলনের উপর কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ২০ দলীয় জোটের অংশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতিক বলেন, কোকোর মৃত্যুতে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বলেন, বেগম জিয়া তার ছোট ছেলে কোকোর মৃত্যুতে শোকাহত। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই এই সময়ে বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা বলাটা সমীচীন নয়। এ বিষয়ে তার সাথে কোনো কথাও হয়নি। তিনি বলেন, তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান এই আন্দোলনে কোকোর মৃত্যুর ঘটনায় কোন প্রভাব পড়বে না। ২০ দলীয় জোটের আন্দোলন চলছে এবং অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা শোকাহত। আমরা এর জন্য শোক প্রকাশ করছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়