Sunday, January 4

কানাইঘাটে ১৪৪ ধারা জারি :৫ জানুয়ারীকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

 নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল সোমবার ৫ জানুয়ারী রাজনৈতিক পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে সিলেটের কানাইঘাট উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি জামায়াত জোটের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করায় উপজেলা প্রশাসন কানাইঘাট পৌর শহর, উপজেলার গাছবাড়ী বাজার ও সড়কের বাজারে ১৪৪ ধারা জারি করেছে। ক্ষমতাসীন দল আ’লীগ গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিজয় মিছিল এবং বিএনপি সমমনা ২০দলীয় জোট ৫জানুয়ারীকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে লাঠি মিছিলের প্রস্তুতি নিলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে কানাইঘাট পৌর শহর, গাছবাড়ী বাজার, সড়কের বাজার ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এ নিয়ে উপজেলা সর্বত্র জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে। অন্যদিকে  ৫ জানুয়ারীকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আজ কানাইঘাট থানা পুলিশ ১ জামায়াত নেতা সহ ২ যুবদল কর্মীকে গ্রেফতার করেছে। বিএনপি জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসাবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পাল্টাপাল্টি কর্মসূচীর কারনে প্রশাসন তিনটি স্থানে ১৪৪ধারা জারি করেছে। নাশকতা মূলক কর্মকান্ড যাতে করে কেউ করতে না পারে তার জন্য অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। এদিকে উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেছেন, যে কোন মূল্যে তারা আজ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে উপজেলা সদরে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করবেন। ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ ঠেকানো যাবে না। উপজেলা আ’লীগের আহ্বাক পৌর মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন, ১৪৪ধারা জারিকে সম্মান জানিয়ে আ’লীগ আগামীকালকের কর্মসূচীর পালন করবে না। তবে বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করলে আ’লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়