আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে কারাবন্দিদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ১০ জন নিহত হন। রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বরফাচ্ছন্ন পথের কারণে বুধবারের এই দুর্ঘটনা ঘটে ।
শেরিফ মার্ক ডোনাল্ডসন জানিয়েছেন, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে ছিটকে নিচে ট্রেন লাইনের উপর পড়ে যায়, এ সময় মালবাহী একটি ট্রেন এসে বাসটিকে সজোরে আঘাত করলে বাসটি লাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে।
বাসটি অ্যাবিলেনির একটি কারাগার থেকে বন্দিদের নিয়ে এল পাসোর অরেকটি কারাগারে যাচ্ছিল। বাসটিতে ১২ জন বন্দি ও তিনজন কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় আট বন্দি ও দুই কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসাপাতাল আহত পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাসের ধাক্কায় ট্রেনের কোনো যাত্রী আঘাত পাননি, তবে দুর্ঘটনার পর থেকে ট্রেনটি সেখানেই থেমে আছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়