কানাইঘাট নিউজ ডেস্ক:
পাঁচ মাস আগে সিরিয়ার জঙ্গিদের হাতে আটক দুই ইতালিয়ান নারী ত্রাণকর্মী অবশেষে মুক্তি পেয়েছেন।
মুক্তির পর শুক্রবার সকালে রোম বিমান বন্দরে পৌঁছালে গ্রেতা রামেল্লি (২০) এবং ভানেসা মারজুল্লোকে (২১) স্বাগত জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী।
মুক্ত হলেন দুই ইতালীয় নারী ত্রাণকর্মী
ওই দুই নারী ত্রাণকর্মী ২০১৪ সালের জুলাই মাসে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে মানবিক সহায়তা প্রকল্পে কাজ করার জন্য যায়। হুররিয়াত নামের একটি মানবাধিকার সংগঠনের অধীনে তারা সেখানে কাজ করতে গেলে আল কায়দার সঙ্গে যুক্ত আল নুসরা ফ্রন্ট তাদের অপহরণ করে।
বিবিসির রোম প্রতিনিধি গিলান হ্যাজেল জানিয়েছেন, গুঞ্জন উঠেছে ওই দুই নারী ত্রাণকর্মীকে মুক্ত করার বিনিময়ে ইতালি কর্তৃপক্ষ জঙ্গিদেরকে ১৫ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়