Saturday, January 17

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা


সাভার: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। পরে তিনি শহীদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিচারপতি এক মিনিট নিরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মগাফিরাত কামনা করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে বিকেল ৪টা ১০মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের ৯৭ জন বিচারপতি। এদিকে, বিচারপতির আগমন উপলক্ষে শনিবার দুপুরের পর থেকেই সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়