কানাইঘাট নিউজ ডেস্ক:
বরইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি' আছে। এ ভিটামিন 'সি' ইনফেকশনজনিত রোগ টনসিলাইটিস, জিহ্বার ঘা, ঠোঁটের কোণে ঘা ও চামড়া উঠে যাওয়া দূর করে। বরইয়ের রসকে অ্যান্টিক্যান্সার হিসেবে গণ্য করা হয়। এ ফলে রয়েছে ক্যান্সার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা। বরই যকৃতের কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বরই খুবই উপকারী ফল। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ দ্রুত সারিয়ে তোলে এ ফল। মৌসুমি জ্বর, সর্দিকাশিও প্রতিরোধ করে এ ফল। এছাড়া হজম শক্তি বৃদ্ধি ও খাবারে রুচি বাড়িয়ে তোলে বরই।
সূত্র : ওয়েবসাইট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়