Tuesday, January 6

ফখরুলের মুক্তির দাবি খালেদার


ঢাকা: অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পূর্বে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি জানান। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বেগম জিয়া বলেন, আমাকে রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে অবৈধ সরকার ফখরুলকে গ্রেপ্তার করে সারাদেশে গ্রেপ্তার অভিযানে মেতে উঠেছে। কেবল বিএনপির নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছে। খালেদা জিয়া বলেন, বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের প্রতি জনগণের ন্যুনতম সমর্থন নেই। তাই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি দেশের জনগণকে ভোটারবিহীন অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকা-ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়