Monday, January 19

সন্ত্রাসবাদের হুমকী মোকাবেলায় ইইউর বৈঠক


আন্তর্জাতিকডেস্ক,কানাইঘাট নিউজ: সাম্প্রতিক সময়ে ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিনে হামলার পর সন্ত্রাসবাদের হুঁমকি নিয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) পররাষ্ট্র পর্যায়ে বৈঠক করতে যাচ্ছে। সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবরে বলা হয়, গত ৭ জানুয়ারি ফান্সের শার্লি এবদো ম্যাগাজিন ও বেলজিয়ামে হামলার পর ইউরোপ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। এই আলোচনা সভায় ইইউ’র সাথে রাশিয়ার সম্পর্ক নিয়েও আলোচনা করা হবে। বৈঠকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসসে ইইউ’র ২৮টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নিজেদের নিরাপত্তা ছাড়াও ইরাক ও সিরিয়ার মৌলবাদ নিয়ে আলোচনা করবে। তবে বৈঠকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার বিয়য়ে সিন্ধান্ত নেয়া হবে না। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি লন্ডনে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। আগামী বৃহস্পতিবার মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী লন্ডনে এই বৈঠক করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়