ঢাকা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। রবিবার দুপুর ১২ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
যুগ্ম কমিশনার বলেন, আগামীকাল ৫ জানুয়ারি দুই দলের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করেছেন। এছাড়াও বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেত্রী ছিলেন। তার নিরাপত্তার ব্যাপারে গোয়েন্দা পুলিশ যথেষ্ট সচেতন রয়েছে। তাকে গ্রেপ্তার করা ও অবরুদ্ধ করা হয়নি।
তিনি বলেন, বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে পুলিশ অবরুদ্ধ বা গ্রেপ্তার করেননি। তিনি অসুস্থ তাই তাকে পুলিশি প্রহরায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী সহ আশে পাশের জেলায় যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় থাকবেও বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমানসহ সিনিয়র পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়