Sunday, January 25

৩১৬ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলংকা


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে ডুনেদিনের ইউনিভার্সিটি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩১৬ রানের টার্গেটে এখন ব্যাট করছে সফরকারী শ্রীলংকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৭১ রান। জেতার জন্য তাদের দরকার আরও ১৪৩ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট ও ১৫ ওভার। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেনডন ম্যাককুলাম। কেন উইলিয়ামসনের(৯৭), রস টেইলরের(৯৬) এবং কোরি এন্ডারসনের(৪০) রানের উপরে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে নিউজিল্যান্ড। লংকান বোলারদের পক্ষে ধাম্বিকা প্রসাদ ২টি এবং রঙ্গনা হেরাথ, থিসারা পেরেরা, তিলেকারত্বে দিলশান এরা প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। পাঁচ ওয়ানডের তিনটিতে জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জয় অনেকটাই নিশ্চিত করে রেখেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। আজকের ম্যাচে জয় পেলে সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে ব্রেনডন ম্যাকুলামদের। পাঁচ ম্যাচের একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়