Monday, January 19

১৪ বিশিষ্ট ব্যক্তির নামে সংসদে শোক প্রস্তাব


ঢাকা: ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল...’ মুক্তিযুদ্ধের প্রেরণাদানকারী এ কালজয়ী গানের গীতিকার গোবিন্দ হালদারসহ ১৪ বিশিষ্ট ব্যক্তির নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। শোক প্রস্তাবের তালিকায় রয়েছেন সাবেক চার সংসদ সদস্য। তারা হলেন- আলহাজ ফজলুল করিম, সরদার আমজাদ হোসেন, জামাল উদ্দিন আহম্মেদ এবং প্রফুল্ল কুমার শীল। এছাড়া, বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় রয়েছেন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুল, বিজ্ঞানী প্রফেসর মাকসুদুল আলম, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, অভিনেতা খলিল উল্লাহ খান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ও কথা সাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ। এছাড়াও, দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের নামেও শোক প্রকাশ করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) অধিবেশন শুরুর পরপরই স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। এদিকে, দশম জাতীয় সংসদের এই পঞ্চম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়