Sunday, January 18

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল আজ


কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে সম্মান প্রথম বর্ষের ভর্তির পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হবে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, SMS এর মাধ্যমে দুপুর ১২:০০ টা থেকে NUATRoll No টাইপ করে ১৬২২২ নাম্বারে send করে জানা যাবে। এছাড়াও বিকাল ৪:০০ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল পাওয়া যাবে। গত ১৯ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে মোট ১৮০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় সর্বমোট ৫ লাখ ১৭ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়