Saturday, January 24

খালেদাকে সান্ত্বনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুত্র শোকের সান্ত্বনা দিতে তাঁর কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী।
শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল  আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য গত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট যখন লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের দুই নেত্রীর মধ্যে সরাসরি এই দেখা-সাক্ষাৎ হচ্ছে।
দুই নেত্রীর এই সাক্ষাতের মধ্য দিয়ে রাজনীতির বরফ গলবে কি না-তা বলা কঠিন হলেও এরকম একটি মুহূর্তে দুই নেত্রীর এই দেখা সাক্ষাতকে পর্যবেক্ষক মহল শুভ দৃষ্টিতেই দেখছেন ।
খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো শনিবার সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়